নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান অধ্যায় ৫ (পদার্থের অবস্থা ও চাপ) এর প্রয়োজনীয় সকল সংজ্ঞা। - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
294 বার প্রদর্শিত
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2.2k পয়েন্ট)

১. চাপ কাকে বলে?

২. ঘনত্ব কাকে বলে?

৩. প্যাসকেল কাকে বলে?

৪. প্লবতা কাকে বলে?

৫. বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?

৬. ব্যারোমিটার কাকে বলে?

৭. প্রবাহী কাকে বলে?

৮. স্থিতিস্থাপকতা কাকে বলে?

৯. স্থিতিস্থাপক সীমা কাকে বলে?

১০. পীড়ন কাকে বলে?

১১. বিকৃতি কাকে বলে?

১২. পদার্থের আণবিক গতিতত্ত্ব কাকে বলে?

১৩. প্লাজমা কাকে বলে?

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (2.2k পয়েন্ট)
সম্পাদিত করেছেন

১. চাপ= কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।

২. ঘনত্ব= কোনো বস্তুর একক আয়তনের মোট ভরের পরিমাণকে ঘনত্ব বলে।

৩. প্যাসকেল= প্রতি 1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে প্রযুক্ত করলে যে চাপ হয় তাকে এক প্যাসকেল বা সংক্ষেপে প্যাকেল বলে।

৪. প্লবতা= কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির উপর সেই তরল বা বায়বীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী লব্ধি বল লম্বভাবে ক্রিয়া করে তাকে প্লবতা বলে।

৫. বায়ুমণ্ডলীয় চাপ= বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূ-পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়গ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে।

৬. ব্যারোমিটার= বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রকে ব্যারোমিটার বলে।

৭. প্রবাহী= যে পদার্থ প্রবাহিত হয় বা প্রবাহিত হতে পারে তাকে প্রবাহী বলে।

৮. স্থিতিস্থাপকতা= বাহ্যিক কোনো বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতি ঘটলে বস্তুর ভিতরে এক ধরনের প্রতিরোধকারী বল উদ্ভুত হওয়ার ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।

৯. স্থিতিস্থাপক সীমা= কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির পূর্বের আকার আর ফিরে আসে না অর্থাৎ বস্তুটি তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে তাকে ঐ বস্তুর পদার্থের উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে।

১০. পীড়ন= বাহ্যিক কোনো বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতি ঘটলে স্থিতিস্থাপকতার দরুন বস্তুর ভিতরে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিরোধকারী বল উদ্ভুত হয় তাকে পীড়ন বলে।

১১. বিকৃতি= কোনো পদার্থের একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে।

১২. পদার্থের আণবিক গতিতত্ত্ব= যে তত্ত্বের মাধ্যমে পদার্থের অণুসমূহ কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় কীভাবে গতিশীল থাকে তাকে তা জানা যায় তাকে পদার্থের আণবিক গতিতত্ত্ব বলে।

১৩. প্লাজমা= যে অবস্থায় কোনো পদার্থ সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সংমিশ্রণে উত্তপ্ত আয়নিত গ্যাস হিসেবে থাকে তাকে প্লাজমা বলে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 263 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 485 বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

3.7k জন সদস্য

...