১. স্থিতি= সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন বস্তুটির এই অবস্থাকে স্থিতি বলে।
২. পরম স্থিতি= সার্বিক পরিপার্শ্বের সাপেক্ষে স্থির কোনো বস্তুর অবস্থাকে পরম স্থিতি বলে।
৩. স্থিতিশীল বা স্থির বস্তু= সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ঐ বস্তুকে স্থিতিশীল বস্তু বলে।
৪. গতি= সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন বস্তুটির এই অবস্থাকে গতি বলে।
৫. পরম গতি= পরম স্থির বস্তুর সাপেক্ষে গতিশীল কোনো বস্তুর অবস্থাকে পরম গতি বলে।
৬. গতিশীল বস্তু= সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন ঐ বস্তুকে গতিশীল বস্তু বলে।
৭. প্রসঙ্গ বিন্দু= এই মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য যে নির্দিষ্ট বিন্দুকে স্থির ধরে নেওয়া হয় তাকে প্রসঙ্গ বিন্দু বা মূলবিন্দু বলে।
৮. স্কেলার রাশি= যে রাশির শুধু মান আছে, দিক নেই তাকে স্কেলার রাশি বলে।
৯. ভেক্টর রাশি= যে রাশির মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলে।
১০. চলন গতি= কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুটির সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটির গতিকে চলন গতি বলে।
১১. সরলরৈখিক গতি= কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে।
১২. ঘূর্ণন গতি= কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে ঘুরতে থাকলে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে।
১৩. পর্যায়বৃত্ত গতি= কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তাহলে ঐ বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
১৪. সরলস্পন্দন গতি= পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার পূর্ব গতির বিপরীত দিকে চলে তবে ঐ বস্তুর গতিকে সরলস্পন্দন গতি বা সরল ছন্দিত গতি বলে।
১৫. গতির সমীকরণ= যে চারটি সমীকরণ ব্যবহার করে সমত্বরণে গতিশীল বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করা যায় তাদের গতির সমীকরণ বলে।
১৬. দূরত্ব= যেকোনো দিকে কোনো বস্তু যে পথ অতিক্রম করে তাকে ঐ বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে।
১৭. দ্রুতি= সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান বা দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে।
১৮. গড়দ্রুতি= বস্তু সুষম দ্রুতিতে না চললে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে প্রতি একক সময়ের জন্য যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে গড়দ্রুতি বলে।
১৯. সমদ্রুতি= সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হার সমান হলে তাকে অসমদ্রুতি বলে।
২০. অসম দ্রুতি= সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হার সমান না হলে তাকে অসম দ্রুতি বলে।
২১. সরণ= নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো গতিশীল বস্তুর গতিপথের আদিবিন্দু ও শেষবিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলে।
২২. বেগ= সময়ের সাথে কোনো বস্তুর সরণ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
২৩. সমবেগ= সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুর সরণ পরিবর্তনের হার সমান হলে তাকে সমবেগ বলে।
২৪. অসমবেগ= সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুর সরণ পরিবর্তনের হার সমান না হলে তাকে অসম বেগ বলে।
২৫. বেগ-সময় লেখচিত্র= একটি ছক কাগজের X-অক্ষ বরাবর সময়(t) ও Y-অক্ষ বরাবর বেগ (v) স্থাপন করলে প্রাপ্ত লেখচিত্রকে বেগ-সময় লেখচিত্র বলে।
২৬. ত্বরণ= সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
২৭. সুষম ত্বরণ= সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার সমান হলে তাকে সুষম ত্বরণ বলে।
২৮. অসম ত্বরণ= সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার সমান না হলে তাকে অসম ত্বরণ বলে।
২৯. মন্দন= সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে।
৩০. তাৎক্ষণিক দ্রুতি= অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে (শূণ্যের কাছাকাছি) কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে।
৩১. তাৎক্ষণিক বেগ= অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে (শূণ্যের কাছাকাছি) কোনো বস্তুর সরণ পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে।
৩২. তাৎক্ষণিক ত্বরণ= অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে (শূণ্যের কাছাকাছি) কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে।
৩৩. অভিকর্ষজ ত্বরণ= অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে।
৩৪. মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল= পৃথিবী ও অন্য যেকোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল বলে।
৩৫. জড়তা= স্থির বস্তুর সর্বদা ও গতিশীল বস্তুর সর্বদা একই বেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। (অথবা) কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে।
৩৬. স্থিতি জড়তা= স্থির বস্তুর সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলে।
৩৭. গতি জড়তা= গতিশীল বস্তুর সর্বদা একই বেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে।