নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান অধ্যায় ৩ (বল) এর প্রয়োজনীয় সকল সংজ্ঞা। - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
262 বার প্রদর্শিত
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2.2k পয়েন্ট)

১. মৌলিক বল কাকে বলে?

২. বল কাকে বলে?

৩. ক্রিয়া বল কাকে বলে?

৪. প্রতিক্রিয়া বল কাকে বলে?

৫. স্পর্শ বল কাকে বলে?

৬. অস্পর্শীয় বল কাকে বলে?

৭. ধাক্কা কাকে বলে?

৮. জড়তা কাকে বলে?

৯. স্থিতি জড়তা কাকে বলে?

১০. গতি জড়তা কাকে বলে?

১১. মহাকর্ষ বল কাকে বলে?

১২. তড়িৎ চৌম্বক বল কাকে বলে?

১৩. দুর্বল নিউক্লীয় বল কাকে বলে?

১৪. সবল নিউক্লীয় বল কাকে বলে?

১৫. সাম্যবল কাকে বলে?

১৬. অসাম্যবল কাকে বলে?

১৭. ভরবেগ কাকে বলে?

১৮. অভিকর্ষ বল কাকে বলে?

১৯. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কাকে বলে?

২০. ঘর্ষণ বল কাকে বলে?

২১. স্থিতি ঘর্ষণ কাকে বলে?

২২. গতি ঘর্ষণ কাকে বলে?

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (2.2k পয়েন্ট)
সম্পাদিত করেছেন

১. মৌলিক বল= যেসকল বল মূল বা স্বাধীন অর্থাৎ যেসকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো বলের কোনো রূপ নয় বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।

২. বল= যা স্থির বস্তুর স্থিতি বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটাতে চায় বা ঘটায় তাকে বল বলে।

৩. ক্রিয়া বল= কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হয় তাকে ক্রিয়া বল বলে।

৪. প্রতিক্রিয়া বল= কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুটি যে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বল বলে।

৫. স্পর্শ বল= যে বল প্রয়োগ করার সময় স্পর্শ করতে হয় তাকে স্পর্শ বল বলে।

৬. অস্পর্শীয় বল= যে বল প্রয়োগ করার সময় স্পর্শ করতে হয় না তাকে অস্পর্শীয় বল বলে।

৭. ধাক্কা= চাপ সৃষ্টির জন্য কোনো ক্ষেত্রে যে বল প্রয়োগ করা হয় তাকে ধাক্কা বলে।

৮. জড়তা= স্থির বস্তুর সর্বদা ও গতিশীল বস্তুর সর্বদা একই বেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। (অথবা) কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে।

৯. স্থিতি জড়তা= স্থির বস্তুর সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলে।

১০. গতি জড়তা= গতিশীল বস্তুর সর্বদা একই বেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে।

১১. মহাকর্ষ বল= মহাবিশ্বের প্রতিটি বস্তু তাদের ভরের কারণে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে।

১২. তড়িৎ চৌম্বক বল= দুইটি আহিত কণা বা বসতু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে।

১৩. দুর্বল নিউক্লীয় বল= যে বল তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস স্থিতিশীল করার লক্ষ্যে নিউক্লিয়াস থেকে β রশ্মি নির্গমন করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।

১৪. সবল নিউক্লীয় বল= পরমাণুর প্রোটনসমূহ পরস্পরের সাথে যে শক্তিশালী বলের কারণে নিউক্লিয়াসের ভিতর আবদ্ধ থাকে তাকে সবল নিউক্লিয় বল বলে।

১৫. সাম্যবল= কোনো বস্তুর উপর একাধিক বল একসাথে প্রয়োগের ফলে লব্ধি বল শূণ্য হলে বা বস্তুটির সাম্যাবস্থার সৃষ্টি হলে তাকে সাম্যবল বলে।

১৬. অসাম্যবল= কোনো বস্তুর উপর একাধিক বল একসাথে প্রয়োগের ফলে লব্ধি বল শূণ্য না হলে তাকে অসাম্যবল বলে।

১৭. ভরবেগ= কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ঐ বস্তুর ভরবেগ বলে।

১৮. অভিকর্ষ বল= পৃথিবী ও অন্য যেকোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে।

১৯. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ= মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ বলে।

২০. ঘর্ষণ বল= দুইটি তল সংস্পর্শে আসলে গতিশীল বস্তুর গতির বিপরীতে যে বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলে।

২১. স্থিতি ঘর্ষণ= দুইটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে।

২২. গতি ঘর্ষণ= একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তু গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতি ঘর্ষণ বলে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 484 বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

3.7k জন সদস্য

...