পৃথিবীর ভর = 6x1024 kg
চাঁদের ভর = 7.35x1022 kg
পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব = 384400x1000m = 3.844x108 m
.'. পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী আকর্ষণ বল, F= (6.673x10-11)x(6x1024 x7.35x1022)/(3.844x108)2
অর্থাৎ, F= 1.992x1020 N
এখন, এই পৃথিবী ও চাঁদের এই আকর্ষণ বলের সমপরিমাণ বিকর্ষণ বল সৃষ্টি করতে পারলে মহাকর্ষ বল শূণ্য হয়ে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে।
তাহলে, 1.992x1020= C x (q1q2)/r2
ধরি, q1=q2=q
.'. q2= ((1.992x1020) x r2 )/C
বা, q2=((1.992x1020) x (3.844x108)2 )/(9x109)
বা, q2= 3.26977x1027
.'. q = 5.72x1013 C
সুতরাং, পৃথিবী ও চাঁদ উভয় জায়গায় 5.72x1013 C করে সমধর্মী (ধনাত্মক বা ঋণাত্মক) চার্জ জমা রাখলে এদের মধ্যবর্তী বিকর্ষণ বল এদের মধ্যবর্তী মহাকর্ষ (আকর্ষণ) বলকে নাকচ করে দিবে এবং চাঁদ কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে।