কবি
কবি হওয়ার জন্য কেউ কবিতা লেখেনা,
কবিতা আসে কোমল ভালোবাসা থেকে,
অথবা কষ্টদায়ক নিষ্ঠুর যন্ত্রণা থেকে।
কবি হওয়ার জন্য কেউ কবিতা লেখেনা,
কবিতা আসে ফুলের বুকে প্রজাপতিকে দেখে,
অথবা ফুলকে নিঃশব্দে ঝড়তে দেখে।
কবি হওয়ার জন্য কেউ কবিতা লেখেনা,
কবিতা আসে পাহাড়ের বুকে চঞ্চল ঝরনা দেখে,
অথবা শুকিয়ে যাওয়া নদীর তৃষ্ণা দেখে।
কবি হওয়ার জন্য কেউ কবিতা লেখেনা,
কবিতা আসে জ্যোৎস্না ভরা আকাশ দেখে,
অথবা অমাবস্যার ভয়াবহ অন্ধকার দেখে।
কবি হওয়ার জন্য কেউ কবিতা লেখেনা,
কবিতা আসে সুখ দুঃখের অনুভূতি থেকে,
অথবা কবিতাই তাকে কবির পরিচয় এনে দেয়।