কবি II
আমি বলবোনা, আমি ছোট কবি
নি:সন্দেহেে আমি বড় কবিও নই ।
শুধু জানি কবিতায় আমার ভালবাসা,
কবিতা লেখায় আমার অসম্ভব প্রেম।
আমি বলবোনা, "হে উন্নত আকাশ!
চিরতরে নেমে এসো সবুজের কাছে।"
প্রকৃতিতে বরাবরই আমার আন্তরিক আস্থা
প্রকৃতি হয়তো এভাবেই দেখতে চায় ;
নীল আকাশ আর ঘন সবুজের ফারাক ।
আমি বর্ষা ঋতুকে বলবোনা, "বারি ঝরাসনে!"
বরষার বারিতে ভেসে যাওয়া কদম অতুলনীয়।
পাহাড়কে বলবোনা," নত করো মস্তিষ্ক!"
বাঁকানো প্যারেক গৃহের সৌন্দর্যে ব্যঘাত ঘটায়।
হয়তোবা খুব বিশ্লেষণকারিণী আমি নই,
ক্ষুদ্র জ্ঞানেে প্রকৃতি চিন্তা দু:সাহসই বটে।
আমি প্রথম সারির কবিদের মতো
কাঁধকে অংস লিখতে পারিনা হয়তোবা,
তবে নিজেকে সততার কাঁধে কাঁধ মিলানো দেখতে চাই।
চণ্ডীদাসের নিগূঢ় প্রেমকে শ্রদ্ধাঞ্জলি,
হয়তোবা আপন প্রেমে অতি কাতর বলে।
বিজ্ঞদের বিচারে হয়তোবা সস্তা লেখক আমি,
তবুও বলবোনা, " আমি ছোট কবি,
নি:সন্দেহেে আমি বড় কবিও নই ।"
- নাসরিন সুলতানা নীলা