নয় মাস জুড়ে যুদ্ধ শেষে
ষোল ডিসেম্বর
বীর বাঙালি বিজয় নিয়ে
ফিরলো মায়ের ঘর।
..................................................................
নয়টি মাসের লড়াই শেষে
আসলো বিজয় হেসে হেসে
ষোলই ডিসেম্বরে
কিন্তু খোকার বাবা কভু
আসলো না আর ফিরে।
................................................................
বিজয় বাজে প্রাণের মাঝে তাক ধিনা-ধিন সুরেতে
আপন মায়ায় আপন সুরে আকাশ নীলের দূরেতে।
বিজয় আমার মুক্ত স্বাধীন বাউল-কবির ভাষাতে
বিজয় আলো যাক ছড়িয়ে দেশটা গড়ার আশাতে।
এখানে দেখতে পারেন