১ . মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারনে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয় ।
২ .বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হয় ।
৩ . কোষের স্বাভাবিক আকার , আকৃতি ও আয়তন বজায় রাখার জন্য মাইটোসিস প্রয়োজন ।
৪ . ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য ।
৫ . এই বিভাজনের ফলে জীবদেহের গুনগত বৈশিষ্ট্য বজায় থাকে ।