১)পৃথিবীর প্রতিটি উন্নত শ্রেণির প্রাণীর বংশ বিস্তারের জন্য মিয়োসিস অত্যন্ত প্রয়োজনীয়।
২)মিয়োসিস বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অক্ষুণ্ণ থাকে ।
৩)এই প্রক্রিয়ার জীণের আদান প্রদান ঘটে ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায় ।
৪)এই প্রক্রিয়ার মাধ্যমেই শিশুর চোখ ও চুলের রঙ তৈরি হয়।
৫)এই প্রক্রিয়ার কারণেই নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে।
৬)মিয়োসিস প্রক্রিয়ার কারণে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে।