যেকোনো একটি পরিবেশে অজীব এবং জীব উপাদানগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে।
পুকুরের বাস্তুতন্ত্র অ সুমদরবনের বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য
১) পুকুরের বাস্তুতন্ত্র একটি জলজ বাস্তুতন্ত্র। আর সুন্দরবনের বাস্তুতন্ত্র একটি স্থলজ বাস্তুতন্ত্র।
২) পুকুরে উৎপাদক হলো নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ যারা ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। আর সুন্দরবনে উৎপাদক হলো এই বনের বিভিন্ন উদ্ভিদ যেমন- সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি।
৩) পুকুরে প্রথম শ্রেণির খাদক হলো বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ, ছোট মাছ, শামুক, ঝিনুক ইত্যাদি। আর সুন্দরবনের প্রথম শ্রেণির খাদক হলো পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ ইত্যাদি।
৪) পুকুরে দ্বিতীয় শ্রেণির খাদক হলো বড় মাছ, ব্যাঙ ইত্যাদি। আর সুন্দরবনে দ্বিতীয় শ্রেণির খাদক হলো বানর, কচ্ছপ, সারস ইত্যাদি।
৫) পুকুরে তৃতীয় শ্রেণির খাদক হলো কচ্ছপ, বক, সাপ ইত্যাদি। আর সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক হলো বাঘ, শুকর ইত্যাদি।
৬) পুকুরের উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে আছে ছোট মাছ, বড় মাছ, কচ্ছপ, বক, শামুক, ঝিনুক ইত্যাদি। আর সুন্দরবনের উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে আছে রয়াল বেঙ্গল টাইগার, চিতা বাঘ, চিত্রল হরিণ, বানর, কুমির, বিভিন্ন ধরনের পাখি অ মাছ ইত্যাদি।