'আবার আসিব ফিরে' কবিতার কবি তাঁর জন্মভূমি বাংলাকে অত্যন্ত ভালবাসেন। বাংলার রূপবৈচিত্র তাঁকে মুগ্ধ করে। বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেত, শঙ্খচিল, শালিক, হাঁস সবকিছুই তাঁর কাছে অপরূপ সুন্দর বলে মনে হয়। তিনি কখনো এই বাংলাকে ছেড়ে যেতে চান না। তাই তিনি বারবার বাংলার প্রকৃতিতে ফিরে আসতে চেয়েছেন।