ল্যান কার্ড (LAN Card) হল Local Area Network Card। দুটি বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয়, তা হল ল্যান কার্ড। অর্থাৎ আমরা যদি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। বর্তমানে প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গেই ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই সাধারণ।ল্যান কার্ড LAN এ ভিন্ন ভিন্ন তবে সঠিক IP address বিশিষ্ট কম্পিউটার যুক্ত করে।ল্যান কার্ডের উপর ভিত্তি করে LANএর স্পিড 10 থেকে 100 এমবিপিএস কখনো 1 gbps পর্যন্ত হয়।