ইন্টারনেট আমাদের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনেছে। নিম্নে তা আলোচনা করা হলোঃ
→ই-বুক ডাউনলোড করে পড়তে পারি।
→পড়াশোনাসংক্রান্ত যেকোনো তথ্য আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যম পেয়ে থাকি।
→পরীক্ষার রুটিন ও ফলাফল দেখতে পাই।
→বিভিন্ন ওয়েবসাইটে পাঠ্যবিষয়ক বিভিন্ন কুইজ ও পরীক্ষা দিতে পারি।
→অনলাইন ভিত্তিক বভিন্ন কোর্সে অংশগ্রহন করতে পারি।
→পাঠ্যবইয়ের কঠিন বিষয়গুলো বোঝার জন্য শিক্ষামূলক ওয়েবসাইটের সাহায্য নিতে পারি।