Modem (মডেম) এর পূর্ণ নাম হলো- Modulation demodulation . অতএব বলা যায় যে Modem হলো Modulation demodulation Device, যার মাধ্যমে কোনো ডাটাকে স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়।Modulation হলো ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগনালে রূপান্তর করার প্রক্রিয়া ।Demodulation হলো modulate কৃত অ্যানালগ সিগনালকে ডিজিটাল ডাটাতে রূপান্তর করার প্রক্রিয়া ।
মডেমের কাজের প্রক্রিয়া : একজন user যখন ডিজিটাল সংকেতের মাধ্যমে কোনো নির্দেশ প্রদান করে তখন তা modulate হয়ে server এ নক করে তখন server থেকে প্রক্রিয়াকরণের পর demodulate হয়ে user কে প্রদর্শন করে ।