কিভাবে অ্যাটাচমেন্ট সহ ইমেইল পাঠাতে হয় বর্ণনা করো। - আস্ক পড়ুয়া
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
2.9k বার প্রদর্শিত
"ইন্টারনেট" বিভাগে করেছেন (1.1k পয়েন্ট)

2 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (94 পয়েন্ট)


উত্তর : প্রথমেই কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে হবে। এবার যে সেবাদাতা সাইটটিতে ইমেইল অ্যাকাউন্ট আছে তাতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর ইমেইল ঠিকানার (Account) ইউজার আইডির (Enter your email/username) ঘরে ইমেইল আইডি টাইপ করে এবং পাসওয়ার্ডের (Password) ঘরে পাসওয়ার্ড টাইপ করে সাইন ইনে (Sign in) ক্লিক করতে হবে। সাইন ইন হলে নিজের ইমেইল আইডি পেজটি প্রদর্শিত হবে। এবার কম্পোজ (Compose) লেখা ঘরটিতে ক্লিক করলেই ইমেইল লেখার জন্য একটি সাদা পাতা আসবে, যেখানে To, BCC, Subject ইত্যাদি লেখার জন্য ঘর থাকবে। To-এর ঘরটিতে যার কাছে ইমেইল পাঠানো হবে তার ইমেইল আইডি টাইপ করতে হবে। এবং এর নিচে সাদা অংশটিতে নিজের বক্তব্য/কথা লিখতে হবে। যদি লেখার সাথে কোনো ছবি বা ফাইল পাঠানোর প্রয়োজন হয় তখন এটাচ ফাইল (Attach Files) লেখা আইকনটিতে ক্লিক করলে একটি উইনডো ওপেন হবে, যা থেকে যে ফাইল বা ছবি পাঠাতে ইচ্ছুক তা নির্দিষ্ট করে ওপেনে ক্লিক করতে হবে। ফাইল এটাচ হতে কিছুটা সময় লাগবে, যা নির্ভর করবে ফাইলের আকার ও ইন্টারনেট কানেকশনের গতির ওপর। ফাইলটি এটাচ হওয়া সম্পন্ন হলে সেন্ড লেখা বাটনটিতে ক্লিক করলেই ইমেইল পাঠানোর প্রক্রিয়া শেষ হবে এবং ১/২ সেকেন্ডের মধ্যেই তা কাঙ্ক্ষিত ইমেইল ঠিকানায় পৌঁছে যাবে।

করেছেন (1.1k পয়েন্ট)
0 0
thanks for your answer
2 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (2.2k পয়েন্ট)
সম্পাদিত করেছেন

২) ইমেইল কথাটির পূর্ণরূপ হলো ইলেক্ট্রনিক মেইল বা ইলেক্ট্রনিক চিঠি। ইলেক্ট্রনিকভাবে তথ্য একস্থান থেকে অন্যস্থানে ইন্টারনেটের মাধ্যমে পাঠানোকে ইমেইল বলে। 

             অ্যাটাচমেন্টসহ ইমেইল পাঠানোর জন্য অবশ্যই যা প্রয়োজন হবে তা হলোঃ 

                         i)কম্পিউটার বা আইসিটি যন্ত্র 

                    ii)ইন্টারনেট সংযোগ

                     iii) ইমেইল ঠিকানা

১। ইন্টারনেট ব্রাউজার চালু করে যে অয়েব সাইটে আমার ইমেইল ঠিকানা আছে সেটিতে প্রবেশ করি।

২। নিজ্জের ইমেইল ঠিকানা টাইপ করি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের ইমেইল ঠিকানায় প্রবেশ(sign in) করি।

৩। Compose লেখা জায়গা মাউস দিয়ে ক্লিক করলেই আমার জন্য একটি সাদা পাতা আসবে। এবার যে চিঠিটি লিখতে চাই, তা লিখে ফেলি।

৪। লেখা শেষে উপরের দিকে To লেখা জায়গায় যাকে ইমেইল পাঠাতে চাই তার ইমেইল ঠিকানাটি লিখি।

৫। কোন বিসয়ে চিঠি লেখা হলো তা subject এর জায়গায় লিখি।

৬। এটাচমেন্ট করার জন্য এর আইকন্টি মাউস দিয়ে ক্লিক করি। একটি পৃষ্ঠা আসবে। যে ফাইলটি পাঠাতে চাই তা নির্ধারণ করে open এ ক্লিক করি। ফাইলটি এটাচ হওয়া শুরু হবে। ফাইলের আকার এবং আমার ইন্টারনেটের কানেকশনের গতির উপর নির্ভর করবে ফাইলটি এটাচ হতে কত সময় লাগবে।

৭। ফাইলটি এটাচ হওয়ার পর send লেখায় ক্লিক করে পাঠিয়ে দেই আমার ইমেইলটি।

                 এতে ফাইলসহ আমার ইমেইল কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে। 

করেছেন (1.1k পয়েন্ট)
0 0
thanks for your answer
করেছেন (2.2k পয়েন্ট)
0 0
you are welcome.........

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 4.9k বার প্রদর্শিত
3 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 480 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 170 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 1.2k বার প্রদর্শিত
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 250 বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

3.3k জন সদস্য

...