যখন দুই বা ততোধিক কম্পিউটার পরস্পরের সাথে কোনো তার বা বেতার মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে তখন তাকেই নেটওয়ার্ক বলা হয়।
আবার,
সাধারণ দুটি কম্পিউটার পরস্পরে সংযুক্ত থাকাটাকেও নেটওয়ার্ক বলা হয় আবার হাজার লক্ষ কম্পিউটার পরস্পরে সংযুক্ত থাকলে তাকেও নেটওয়ার্ক বলা হয়।
নিম্নে নেটওয়ার্কের ব্যবহার বলতে যা বুঝি তা লেখা হলো:-
আমরা একটি নেটওয়ার্ক তৈরি করতে তারের বা বেতার পদ্ধতি ব্যবহার করতে পারি। ওয়্যারে, আমরা কক্সিয়াল ক্যাবল, UTP ক্যাবল, ফাইবার অপটিক্স ক্যাবলের মাধ্যমে দুটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারি। একই ওয়্যারলেস উপায়ে, আমরা নেটওয়ার্ক তৈরি করতে WiFi , Bluetooth, Satellite, Infrared ইত্যাদি ব্যবহার করতে পারি।নেটওয়ার্ক ব্যবহার করে, আমরা সহজেই কম্পিউটারের মধ্যে ভিডিও, ছবি, টেক্সট ইত্যাদি শেয়ার করতে পারি। নেটওয়ার্কের সেরা উদাহরণ হল ইন্টারনেট।সহজ কথায়, কম্পিউটিং-এ, নেটওয়ার্ক হল দুই বা ততোধিক ডিভাইসের একটি গ্রুপ যার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। একটি নেটওয়ার্ক ফিজিকালি ভাবে বা একটি বেতার সংযোগ দ্বারা কম্পিউটারের একটি গ্রুপ নিয়ে গঠিত।