২) ইমেইল কথাটির পূর্ণরূপ হলো ইলেক্ট্রনিক মেইল বা ইলেক্ট্রনিক চিঠি। ইলেক্ট্রনিকভাবে তথ্য একস্থান থেকে অন্যস্থানে ইন্টারনেটের মাধ্যমে পাঠানোকে ইমেইল বলে।
অ্যাটাচমেন্টসহ ইমেইল পাঠানোর জন্য অবশ্যই যা প্রয়োজন হবে তা হলোঃ
i)কম্পিউটার বা আইসিটি যন্ত্র
ii)ইন্টারনেট সংযোগ
iii) ইমেইল ঠিকানা
১। ইন্টারনেট ব্রাউজার চালু করে যে অয়েব সাইটে আমার ইমেইল ঠিকানা আছে সেটিতে প্রবেশ করি।
২। নিজ্জের ইমেইল ঠিকানা টাইপ করি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের ইমেইল ঠিকানায় প্রবেশ(sign in) করি।
৩। Compose লেখা জায়গা মাউস দিয়ে ক্লিক করলেই আমার জন্য একটি সাদা পাতা আসবে। এবার যে চিঠিটি লিখতে চাই, তা লিখে ফেলি।
৪। লেখা শেষে উপরের দিকে To লেখা জায়গায় যাকে ইমেইল পাঠাতে চাই তার ইমেইল ঠিকানাটি লিখি।
৫। কোন বিসয়ে চিঠি লেখা হলো তা subject এর জায়গায় লিখি।
৬। এটাচমেন্ট করার জন্য এর আইকন্টি মাউস দিয়ে ক্লিক করি। একটি পৃষ্ঠা আসবে। যে ফাইলটি পাঠাতে চাই তা নির্ধারণ করে open এ ক্লিক করি। ফাইলটি এটাচ হওয়া শুরু হবে। ফাইলের আকার এবং আমার ইন্টারনেটের কানেকশনের গতির উপর নির্ভর করবে ফাইলটি এটাচ হতে কত সময় লাগবে।
৭। ফাইলটি এটাচ হওয়ার পর send লেখায় ক্লিক করে পাঠিয়ে দেই আমার ইমেইলটি।
এতে ফাইলসহ আমার ইমেইল কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে।