2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস।
2025 সালের সংক্ষিপ্ত সিলেবাসের জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবহারিক
১) মাইটোসিসের বিভাজনের বিভিন্ন পর্যায় (স্থায়ী স্লাইড/মডেল) পর্যবেক্ষণ
২) ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ (টক দই থেকে)
৩) গোত্র শনাক্তকরণ
৪) একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড প্রস্থচ্ছেদ করে পর্যবেক্ষণ, চিত্র অংকন ও শনাক্তকরণ
৫) পত্ররন্ধ্রের গঠন পর্যবেক্ষণ
৬) সালোকসংশ্লেষণে কার্বন ডাইওক্সাইড গ্যাসের অপরিহার্যতার পরীক্ষা
৭) অবাত শ্বসনের পরীক্ষা