2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস।
2025 সালের সংক্ষিপ্ত সিলেবাসের উচ্চতর গণিত প্রথম পত্র ব্যবহারিক
১) রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাংক নির্ণয়
২) শীর্ষবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়
৩) সরলরেখার সমীকরণের লেখচিত্র অঙ্কন
৪) লেখচিত্র হতে সরলরেখার সমীকরন নির্ণয়
৫) অক্ষরেখার সাপেক্ষে বিন্দু ও রেখাংশের প্রতিচ্ছবি নির্ণয়
৬) নির্দিষ্ট রেখার সাপেক্ষে বিন্দু ও রেখাংশের প্রতিচ্ছবি নির্ণয়
৭) (x-a)2 + (y-b)2 = c2 সমীকরণ লেখচিত্র (মুক্তহস্তে ও গ্রাফপেপারে) অংকন এবং কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়
৮) ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া হলে ইপ্সিত কোণের মান নির্ণয়
৯) ত্রিভুজের কোণের মান দেওয়া থাকলে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয়
১০) ত্রিভুজের যেকোনো দুইটি কোণের মান এবং এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ইপ্সিত বাহুর দৈর্ঘ্য নির্ণয়