2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস।
2025 সালের সংক্ষিপ্ত সিলেবাসের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ব্যবহারিক
১) আর্গন্ড চিত্রে দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল চিহ্নিত করে এদের পরমমান (মডুলাস) ও নতি (আর্গুমেন্ট) নির্ণয়।
২) লেখের সাহায্যে সমীকরণের সমাধানের আসন্ন মান নির্ণয়।
৩) পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন।
৪) উপবৃত্তের কেন্দ্র, দিকাক্ষ এবং উপকেন্দ্রিকতা দেওয়া থাকলে উপবৃত্ত অঙ্কন।
৫) অধিবৃত্তের কেন্দ্র, দিকাক্ষ এবং উপকেন্দ্রিকতা দেওয়া থাকলে অধিবৃত্ত অঙ্কন।
৬) বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন।
৭) একই লেখচিত্রে ত্রিকোণমিতিক ফাংশন ও এর বিপরীত ফাংশন অঙ্কন।
৮) লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয়।
৯) লেখচিত্রে বস্তুকণার গতিপথ প্রদর্শন।
১০) লেখচিত্র হতে বস্তুকণার বেগ ও ত্বরণ নির্ণয়।