2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস।
2025 সালের সংক্ষিপ্ত সিলেবাসের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবহারিক
১) নন-কর্ডাটার বিভিন্ন পর্বের (যেকোনো পাঁচটি) নমুনা প্রাণী পর্যবেক্ষণ
২) ভার্টিব্রাটার বিভিন্ন শেণির (যেকোনো পাঁচটি) নমুনা প্রাণী পর্যবেক্ষণ
৩) হাইড্রার স্থায়ী স্লাইড/মডেল পর্যবেক্ষণ
৪) ঘাসফড়িঙ/আরশোলার মুখ উপাঙ্গ পর্যবেক্ষণ
৫) ঘাসফড়িঙ/আরশোলার পরিপাক্তন্ত্র ও গ্রন্থি পর্যবেক্ষণ
৬) রুই/টাকি মাছের রক্ত সংবহন্তন্ত্র পর্যবেক্ষণ
৭) রুই মাচগের ফুলকা ও বায়ুথলি পর্যবেক্ষণ
৮) যকৃত, অগ্ন্যাশয়, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের অনুচ্ছেদ (section) এর স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ ও শনাক্তকরণ
৯) রক্ত কণিকাসমূহের স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ
১০) ফুসফুসের অনুচ্ছেদের স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ
১১) মানুষের বিভিন্ন অস্থি (মডেল) পর্যবেক্ষণ
১২) প্রস্তুতকৃত স্লাইডের সাহায্যে মসৃণ ও হৃদপেশির কাঠামোর তুলনা