আমরা জানি, কোনো সেটের সকল উপসেটের সেটকে ঐ সেটের শক্তি সেট বলা হয়। ফাঁকা সেটের উপসেট হলো ফাঁকা সেট। তাই ফাঁকা সেটকে ২য় বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফাঁকা সেটের শক্তি সেট বোঝানো হয়। আর তাই ফাঁকা সেটের পাওয়ার সেট/ শক্তি সেট ফাঁকা নয়।
পাঠ্যবইয়ের ৪ পৃষ্ঠার শক্তি সেট এবং ছকটি ভালোভাবে লক্ষ্য করলে আপনিও বুঝতে পারবেন।