না, বলতে পারি না।
কারণ পৃথিবীর প্রদক্ষিণ কাল প্রতি বছর খুব ক্ষদ্র পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ,কেননা প্রতি বছরই পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। আমরা যে সময়টা বলি সেটা ৩৬৫ দিন ৬ ঘন্টার খুব কাছাকাছি...প্রতি বছরই এই সময়টি খুবই ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
আর পৃথিবী সূর্যকে সমদ্রুতিতে প্রদক্ষিণ করে না, কেননা পৃথিবীর অরবিট বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। তাই কিছু স্থানে দ্রুতি অন্য স্থানের চেয়ে বেশি থাকে।