আপনি ভূপৃষ্ঠ থেকে যত দূরে যাবেন অভিকর্ষজ ত্বরনের মান ও ততো কমতে থাকে।অর্থাৎ পৃথিবী কেন্দ্রের কাছাকাছি যতটা আর্কষন করবে কোনো বস্তুকে, কেন্দ্র থেকে দূরত্ব বেশি হয়ে গেলে ততটা আর্কষন বল কাজ করবে না।তখন অভির্কষজ ত্বরণের (g)মান কমে যায়।আবার আপনি যদি একেবারে পৃথিবীর কেন্দ্রের কাছে চলে যান তখন ও অভিকর্ষজ ত্বরনের (g)মান কমে যাবে।ধরুন আপনি মাটি খুড়ে খুড়ে কেন্দ্রের দিকে যেতে চাইলেন।তখন কিন্তু আপনাকে চারদিক থেকে আকার্ষন করতে পারবে না।চারদিকের মাটির কারণে বাধাপ্রাপ্ত হবে।এ কারনে এ সময় অভিকর্ষজ ত্বরনের( g) মান ও কমে যাবে।আপনি মুক্তভাবে থাকলে আপনাকে পৃথিবী নিজের দিকে আকর্ষন করত চারদিক থেকে। তখন অভিকর্ষজ ত্বরনের মান ও বেড়ে যেতো।আমরা মূলত অভিকর্ষ বলের কারনেই নিজেদের ওজন অনুভব করতে পারি।অভিকর্ষজ ত্বরণের(g) মান বেশি হলে আমরা নিজেদের ওজন বেশি অনুভব করি আরও কমে হলে ওজন ও কম অনুভব করি। এ কারনেই চাঁদে ওজনহীন অনুভব হয়ে।