রেকটিফায়ার
রেকটিফায়ার এমন একটি ডিভাইস, যার সাহায্যে এসি ভােল্টেজ সরবরাহকে ডিসি ভােল্টেজে রূপান্তরিত করা হয়। আর যে পদ্ধতিতে এই রূপান্তরিত করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় রেকটিফিকেশন। অধিকাংশ ইলেকট্রনিক ইকুইপমেন্ট ডিসি ভােল্টেজে পরিচালিত হয়। কিন্তু আমাদের স্বাভাবিক সরবরাহ ভােল্টেজ হচ্ছে এসি। ফলে ইলেকট্রনিক ইকুইপমেন্ট পরিচালনার জন্য সরবরাহ ব্যবস্থার এসি ভােল্টেজ পরিবর্তন বা রেকটিফাই করে ডিসি ভােল্টেজে রূপান্তর করতে হয়।
যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র ও দুর্বল সিগনাল বা সংকেতকে বিবর্ধিত করে উচ্ছতর সিগনাল বা সংকেতে পরিণত করে কাজের উপযোগী করা হয় তাকে এমপ্লিফায়ার বলে।
ইলেক্ট্রনিক্স পার্টস "ট্রানজিস্টর" যেকোন ক্ষুদ্র সিগনালকে বিবর্ধিত করতে পারে বলে ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসাবে ব্যবহার হয়। যদিও বর্তমানে একক ট্রানজিস্টর ব্যবহার না করে ট্রানজিস্টরের কয়েকটি স্টেজ ব্যবহার করা হয় এবং ট্রান্সজিস্টর একক পার্টস হিসাবে ব্যবহার না করে IC ইন্টিগ্রেটেড সার্কিট রুপে এমপ্লিফায়ারে ব্যবহার করা হয়।