নিঝুমের প্রশ্নের দ্বিতীয় অংশ - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
344 বার প্রদর্শিত
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (231 পয়েন্ট)
বন্ধ করেছেন

image


এখানে, বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বলের বেগ কী দেখবেন?

এর জন্য কোন একটি সম্পর্কযুক্ত উত্তর: রিলেটিভ ভেলোসিটি
বন্ধ

1 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (231 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

প্রথমেই বলে রাখি, এই অংশটির উত্তর দেওয়ার সময় এর আগে বিরাট একটি ভুল করেছিলাম। তা-ই একেবারে নতুন করে এবার এই বিষয়টি নিয়ে লিখছি। আশা করি, নিঝুম আপু আমার এই মহাভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাইলে এবার শুরু করা যাক! 


মনে করুন, আপনি একটা দড়ির একপ্রান্ত শক্ত করে ধরে টানছেন। অপর পাশ থেকে লামিয়া আপু শক্ত করে সেই দড়িটা টানছেন। কিন্তু দড়িটা টানটান হলেও একেবারে স্থির। কোনোদিকেই এটি যাচ্ছে না। না আপনার দিকে, না লামিয়াপুর দিকে। 

প্রশ্ন যদি করি "কেন", তাহলে উত্তর কী হবে? 

খুব সোজা। কারণ আপনারা দুজনই একই বলে টানছেন। যদি আপনার বল হয় F, তবে লামিয়াপুর বলও F, তবে দিক বিপরীত। দিক বিপরীত হলে তা নেগেটিভ হবে।

সুতরাং, লব্ধি বল বা মোট বল = F+ (-F) = 0


এখন আসি, উপরের প্রশ্নে, 

Case no 1: বলের দিক= বাসের দিক


এখানে যে বল ছুড়ছে তার বেগ = বাসের বেগ


বলের উপর দুটো বেগ কাজ করছে, একটি তার নিজের বেগ, আরেকটি যে বল ছুড়ছে তার বেগ।


অতএব, বলের লব্ধি বেগ বা কার্যকরী বেগ

= বলের প্রযুক্ত বেগ + ব্যক্তির বেগ

= বলের প্রযুক্ত বেগ + বাসের বেগ

= 50m/s + 30m/s

= 80m/s 


এখন স্থির দাঁড়ানো কেউ বলের বেগ দেখবে 80m/s


Case no 2: বলের দিক= বাসের বিপরীত দিক


যেহেতু দিক বিপরীত, তাই বাসের বেগ পজিটিভ ধরলে বলের বেগ নেগেটিভ।

অতএব, বলের লব্ধি বেগ বা কার্যকরী বেগ

= বলের প্রযুক্ত বেগ + ব্যক্তির বেগ

= বলের প্রযুক্ত বেগ + বাসের বেগ

= —50m/s +30m/s

= —20m/s


এখন স্থির দাঁড়ানো কেউ  বলকে বাসের উলটো দিকে 20m/s যেতে দেখবে।


করেছেন (2.2k পয়েন্ট)
0 0
Thnx again Vaiya............. :-)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
0 টি উত্তর 550 বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

4.6k জন সদস্য

...