বোরন, সিলিকন এর অক্সাইড সাধারণত অম্লীয় প্রকৃতির। আর্সেনিক এন্টিমনি এম্ফোটেরিক। মানে এসিড বেস উভয়ের সাথেই রিয়েক্ট করে। এরা এসিড এর সাথে বেইস আর বেইসের সাথে এসিড হিসেবে রিয়েকশন করে।
সাধারণত বাম দিকের গুলো ক্ষারীয়, ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় অধাতব ধর্ম বৃদ্ধি পায়।ডানের এলিমেন্ট গুলো তাই অধাতু, এদের অক্সাইড অম্লীয় প্রকৃতির হয়।
এখন মাঝে যারা আছে তারা এ দুই ধরনের মাঝামাঝি ধর্ম দেখায়।কেউ কেউ আবার অক্সিডেশন নাম্বার এর উপর নির্ভর করে অম্লীয় বা ক্ষারীয় ধর্ম দেখায়।