পদার্থের আপেক্ষীক গুরুত্ব =পদার্থের ঘনত্ব/পানির ঘনত্ব
ঘনত্ব যেখানে পদার্থের ভরের পরম মান নির্দেশ করে, আপেক্ষিক গুরুত্ব পদার্থের ভরের তুলনা মূলক মান বুঝতে সাহায্য করে।
যেমন, লৌহের আপেক্ষীক গুরুত্ব হল ৭.৮
অর্থাৎ, লৌহের ঘনত্ব = ৭.৮×জলের ঘনত্বের
সোজা কথায়, লৌহ জলের তুলনায় ৭.৮ গুণ ভারী ।