হ্যাঁ; ভরসংখ্যা, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর একই।
ব্যাখ্যা
একটি মৌলের একটি পরমাণুর ভর অত্যন্ত ছোট। এতো ছোট মান দিয়ে হিসাব নিকাশ করা অনেক ঝামেলার। তাই কোনো পরমাণুর ভর নির্ণয়ের জন্য কার্বন-12 এর 1/12 অংশ অর্থাৎ 1.66x10-24গ্রামকে একক হিসেবে ধরা হয়। অর্থাৎ,
কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর= (ঐ মৌলের একটি পরমাণুর ভর/ 1.66x10-24গ্রাম)
এছাড়াও অন্যভাবেও এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। আপেক্ষিক ভর আসলে ঐ মৌলের 6.02x1023টি পরমাণুর মোট ভরের সমান। তাই আমরা কোনো মৌলের একটি পরমাণুর ভরকে 6.02x1023 দ্বারা গুণ করলেও সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব।
আমরা পারমাণবিক ভর হিসেবে মূলত আপেক্ষিক পারমাণবিক ভরই ব্যবহার করে থাকি। তবে পারমাণবিক ভর যে আসলে একটি পরমাণুর ভর না, সেটি বোঝার জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের ধারণা থাকা জরুরি। আর কোনো মৌলের এই পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরকে-ই আমরা সংক্ষেপে ঐ মৌলের ভরসংখ্যা বলি।