প্রশ্ন করার সময় বা উত্তর দেওয়ার সময় উপরে যে আইকন বারটি থাকে সেখানে X2 এরকম একটি চিহ্ন আছে, সেটা দিয়ে সংতেক লিখতে হয়। যেমন- আপনি যদি লিখতে চান Al2O3। তাহলে প্রথমে লিখবেন Al তারপর X2 ক্লিক করে লিখবেন 2। একইভাবে O3 লেখার জন্য প্রথমে O লিখবেন তারপর X2 ক্লিক করে লিখবেন 3।