ওয়েবসাইট মূলত ওয়েব ডেভেলপাররা তৈরি করে থাকেন।এক্ষেত্রে আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে যেকোনো সাইট তৈরি করতে পারবেন।
যদি আপনি ওয়েব ডেভেলপ করতে না জানেন তাহলে প্রথমত আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে।যেমনঃ HTML, CSS, PHP, Javascript ইত্যাদি।
শুধুমাত্র Html ব্যবহার করেও ওয়েবসাইট তৈরি করতে পারবেন তবে সেটা ডাইনামিক বা রেসপন্সিভ হবে না।যেমনঃ
Demo-1 এবং
Demo-2
আর সর্বোশেষ ধাপ ডোমেইন, হোস্টিং এগুলো কিনে সেটআপ করা।