fx100ms আর fx991ms এর মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই।
তাই আমি আমার ক্যালকুলেটর দিয়েই দেখাচ্ছি।
প্রথমে যেই সংখ্যার বৈজ্ঞানিক রূপ চান সেটি লিখুন এবং সমান চিহ্ন চাপুন।
আপনার calculator এ ENG নামের একটি button আছে। সেটা চাপলে সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ আসবে।সূচকের মান কমাতে চেলে আবার ENG চাপুন।
আর বাড়াতে চেলে প্রথমে shift button টি চাপুন। তারপর ENG চাপুন।