প্রতিবেদন আর এসাইনমেন্ট এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। আমরা যেভাবে এসাইনমেন্ট করি সেভাবেই প্রতিবেদন করতে হয়। কিভাবে লিখবেন তার একটি ধারণা আমি নিচে দিয়ে দিচ্ছি।
গোমুখাসন
গোমুখাসনের ধারণা
এখানে গোমুখাসনের ধারণাটা এক প্যারায় লিখবেন।
গোমুখাসনের অনুশীলন পদ্ধতি
এখানে গোমুখাসন এর অনুশীলন পদ্ধতিটা বর্ণনা করবেন।
গোমুখাসনের প্রভাব
এখানে গোমুখাসন এর প্রভাব ব্যাখ্যা করবেন। যদি ইতিবাচক প্রভাব থাকে তাহলে ইতিবাচক আর নেতিবাচক থাকলে নেতিবাচক আর যদি দুইটাই থাকে তাহলে দুইটাই ব্যাখ্যা করবেন।
উপসংহার
এরপরে শেষে এক প্যারায় উপসংহার লিখবেন।
এভাবে লিখলেই এটা একটা প্রতিবেদন হয়ে যাবে। আর কিছু করা লাগবে না।