মোমের প্রধান উপাদান হলো বিভিন্ন হাইড্রোকার্বোনের মিশ্রন। মোম জ্বালালে তার কিছু অংশ শুধুমাত্র ভৌত পরিবর্তনের মাধ্যমে গলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় এবং ঠান্ডা হয়ে পুনরায় কঠিন অবস্থায় পরিণত হয় । একইসাথে মোমের কিছু অংশ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কারেবন ডাই অক্সাইদ ও জলীয়বাস্প উৎপন্ন করে ।অর্থাৎ মোম জ্বালানোর সময় ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়া উভয় পরিবর্তন সংঘটিত হয়।মোমকে জ্বালালে হাইড্রোকার্বনের কার্বন অ হাইড্রোজেন বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড অ জলীওবাস্প উৎপ্নন করে।মোম জ্বালালে যেহুতু নতুন পদার্থের সৃষ্টি হয় তাই এই পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন ।
অর্থাৎ এটি হচ্ছে এক ধরনের দহন বিক্রিয়া । মোমের দহন প্রক্রিয়া সম্পর্কে কিছু তথ্য জানা প্রয়োজন ।এক্ষেত্রে প্রয়োজনীয় উপকরন হচ্ছে মোম্বাতি ,দিয়াশলাই[এরপর ৮১ পৃষ্ঠা এর কাজ লিখবেন]