যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি যৌগ তার সরলতম উপাদানসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। কার্বন ডাই অক্সাইড (CO2) ও চুন (CaO) পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) তৈরি করে। অর্থাৎ, CaCO3 তার সরলতম উপাদানসমূহ CO2 ও CaO এর প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়েছে। সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া।