একই তাপমত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে পদার্থ বিস্তার লাভ করাকে ব্যাপন বলে।
আর যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ভেধদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবণ বলে।
এখানে দেখা যাচ্ছে যে, ব্যাপন ও অভিস্রবণে পদার্থের বিস্তার লাভের দিকের বৈপরীত্ব থাকলেও উভয় প্রক্রিয়াতেই অধিক ঘন ও কম ঘন স্থানের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত পদার্থ বিস্তার লাভ করতে থাকে। তাই অভিস্রবণকে এক প্রকার ব্যাপন বলা হয়।