ক. বিদ্যুৎ প্রবাহ হলো ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ
খ.রোধ হলো পরিবাহীর এমন একটি ধর্ম যা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে
গ.সূত্রঃঃ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ V সমানুপাতিক I
বা, V=IR যেখানে R সমানুপাতিকধ্রুবক
বা,I=V/R
ঘ.২য় ও ৩য় প্রবাহ হলো যথাক্রমে অপর্যায়বৃত্ত(DC) ও পর্যায়বৃত্ত (AC) প্রবাহ।
সময়ের সাথে যে কারেন্টের মান পরিবর্তীত হয় তাকে এসি বা অল্টারনেটিং কারেন্ট বলে।” কারেন্ট যা শুধুমাত্র একটি ডিরেকশনে প্রবাহিত হয় তাই ডিসি ‘।এসি জেনারেটর উৎস হিসেবে ব্যবহৃত হয়। ডিসি,
ডিসি সার্কিটে উৎস হিসেবে ব্যটারী বা ডিসি জেনারেটর ব্যবহৃত হয়।এসি কারেন্টকে ট্রান্সফর্মারের সাহায্যে সরবরাহ ভোল্টেজকে কমানো বা বাড়ানো যায়।
ডিসি কারেন্টের সরবরাহ ভোল্টেজকে কমানো বা বাড়ানো যায় না।রেকটিফায়ারের সাহায্যে এসি
কারেন্টকে ডিসি কারেন্টে পরিবর্তন করা যায়। ডিসি কারেন্টকে সহজে এসি
কারেন্টে রূপান্তর করা যায় না। গেলেও কষ্টসাধ্য
ও ব্যায়বহুল।