সমান্তরাল বর্তনী অধিক সুবিধাজনক। এই বর্তনী ব্যবহারে এতে সংযুক্ত প্রতিটি যন্ত্র সমান ভোল্টেজ পায়।এর ফলে প্রতিটি যন্ত্র তার সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে, যেমন লাইট সর্বাধিক ঔজ্জ্বল্য প্রদান করবে এবং ফ্যান ও সর্বোচ্চ ঘূর্ণন দিবে।অন্য বর্তনীতে যা সম্ভব নয়।এছাড়া সমান্তরাল বর্তনীতে প্রতিটি যন্ত্র নিয়ন্ত্রণ করারজন্য আলাদা সুইচ ব্যবহার করা হয়।এর ফলে নিয়ন্ত্রণও যেমন সহজ তেমনি কোনো যন্ত্র নষ্ট হলে অন্যগুলোর উপর কোনো প্রভাব পড়ে না।তবে শ্রেণি বর্তনীর ক্ষেত্রে অন্য যন্ত্রগুলোও নষ্ট হয়ে যায়।
(৪ নম্বরের জন্য এর আলোকে গুছিয়ে লিখুন)