সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলার কারণ নিম্নরূপ:
যেসকল সমুদ্রউপকূলবর্তী এলাকার বন প্রতিদিন জোয়ারের লবণাক্ত পানিতে প্লাবিত হয়, এবং এ কারনে অভিযোজনিক বিশেষ বৈশিষ্ট থাকে সেই বনকে ম্যানগ্রোভ বন বলা হয়।
বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে লবণাক্ততা কাটানোর শক্তি, অক্সিজেনের জন্য শ্বাসমূল, জরায়ুজ অঙ্কুরোদগম ইত্যাদি প্রধান।
আমাদের সমদ্র উপকুলে সুন্দরবনে এই সকল বৈশিষ্ট্য পূর্ণ ভাবে পরিলক্ষিত হয়। একারনে সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়।