প্রশ্নোক্ত চরণে কবি কালোর মহিমা বর্ণনা করেছেন।
★যেকোনো বিষয়েই কালো রং কে অবজ্ঞা করা হয়, নেতিবাচকভাবে দেখা হয়।কিন্তু পল্লীকবি চাষার ছেলে রুপাইয়ের সম্পর্কে বলতে গিয়ে কালোর স্তুতি গিয়েছেন। কবি বলতে চেয়েছেন, আমাদের চোখের মণি কালো কিন্তু তা দিয়ে আমরা জগৎ দেখতে পাই। এই চোখের মণি যদি নষ্ট হয়ে যায়, তবে পৃথিবীর সব আলো নিভে যাবে।