Mg ও Ne মৌল দুটি বন্ধন গঠন করতে পারবে না।কারণ Ne নিষ্ক্রিয় মৌল।এর পারমাণবিক সংখ্যা ১০।এর ইলেকট্রন বিন্যাস ২,৮।আমরা জানি পরমাণুর ১ম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ২টি ও ২য় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ৮টি।পরমাণুর কক্ষপথ পূর্ণ হলে তাকে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে বন্ধন গঠন করে স্থিতিশীলতা অর্জনের প্রয়োজন পড়ে না।এখানে Ne এর ক্ষেত্রে তাই ঘটছে।এজন্য Mg ও Ne বন্ধন গঠন করতে পারবে না।