ম্যাগনেসিয়াম=Mg
অক্সিজেন=O
এখানে,
Mg(12)=2,8,2
O(8)=2,6
ম্যাগনেসিয়াম পরমাণুতে শেষ কক্ষপথে ২টি ইলেকট্রন বিদ্যমান। ম্যাগনেসিয়াম স্থিতিশীলতা অর্জনের জন্য ২টি ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়।
Mg-2e------->Mg2+
অক্সিজেন পরমাণুর শেষ কক্ষপথে ৬টি ইলেকট্রন বিদ্যমান। ২য় স্তরের ধারণক্ষমতা ৮টি। অক্সিজেন পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য ২টি ইলেকট্রন গ্রহণ করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়।
O+2e-------->O2-
ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে এবং অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হওয়ায় তাদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়।
Mg-2e------->Mg2+
O+2e-------->O2-
----------------------------------
Mg+O------->MgO