দুই বিঘা জমি কবিতায় উপেন একজন দারিদ্র কৃষক । সকল জমি ঋণের দায়ে হারনোর পর বাকি রয়েছে দুই বিঘে জমি । অন্যদিকে বাবু সাহেবের অনেক জমি থাকা সত্তেও উপেনের জমি টা কিনতে চায় । উপেন জমিটা বিক্রি করতে না চাইলে মিথ্যা ঋণের দায়ে সেটাও ছাড়তে হয় । ১৫-১৬ বছর পর তীর্থ,শহর,গ্রামাঞ্চল ঘুরে নিজ গ্রামে ফিরে এসে দেখে তার জমির চিহ্ণও নেই । হঠাৎ চোখ যায় ছোটবেলার আমগাছটার দিকে । আমগাছটার তলায় বসে শৈশবস্মৃতী ভাবার সময় দুটু আম তার কোলে পড়ে এবং সাথে সাথে মালি এসে বাবুর কাছে নিয়ে গেলে বাবু তাতে সাধুবেশী চোর বলে আখ্যায়িত করে ।