রুপাই এর চোখেমুখে লেগে থাকা হাসি যে অপূর্ব তা বোঝানো হয়েছে চরণটিতে।
রুপাই এর লাবণ্যমাখা মুখবয়বে সবসময় থাকে অসাধারণ এক হাসি। রুপাইয়ের সে হাসি কৃত্রিম নয়।কচি ধানের চারা তোলার সময় পুলকিত চাষির মনে এক ধরণের আনন্দ জাগে। সে আনন্দ এক টুকরো হাসি হয়ে জড়িয়ে থাকে তার মুখে। রুপাইয়ের হাসির সঙ্গে সে হাসির তুলনা চলে। আর এ কথাই বোঝানো হয়েছে আলোচ্য চরণটিতে।