প্রথমত, এখানে জানতে চাওয়া হয়েছে "মানুষ কতক্ষণ স্বপ্ন দেখে" অর্থাৎ "মানুষের স্বপ্নের স্থায়ীত্বকাল"। আর আমি যেই উত্তরটি দিয়েছি সেটা "মানুষ গড়ে প্রতিদিন কতক্ষণ স্বপ্ন দেখে"। যাই হোক, আমি আমার উত্তরে স্থায়ীত্বকালও উল্লেখ করেছি। এখন আসল কথায় আসি। স্বপ্ন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। আর সবগুলো এক না। অর্থাৎ, স্বপ্ন নিয়ে মানুষের গবেষণা এখনো অসম্পূর্ণ। তাই বেশিরভাগ বিজ্ঞানী যে মতবাদ দিয়েছেন আমি সেটাই উল্লেখ করেছি। কিন্তু এটা ছাড়াও আরো অনেক মতবাদ আপনি পাবেন যা অন্যান্য বিজ্ঞানীদের মতবাদ।
আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।