একজন মানুষ রাতে গড়ে 90 থেকে 180 মিনিট স্বপ্ন দেখেন। স্বপ্নের স্থায়িত্ব সাধারণত দশ থেকে পনেরো মিনিটের হয় তবে শেষ রাতে স্বপ্নের স্থায়িত্ব 30 থেকে 45 মিনিট পর্যন্ত হতে পারে। একটি গবেষণায় বলা হয় যে মানুষ তার জীবনের 6 বছর স্বপ্ন দেখে কাটায়। আমরা জানি মানুষের গড় আয়ু 70 বছর। সে হিসেবে,
২৫২০০দিনে স্বপ্ন দেখে ২১৬০ দিন
.'. ১ দিনে স্বপ্ন দেখে ২১৬০/২৫২০০দিন
= ৩/৩৫ দিন
= ২(২/৩৫)ঘণ্টা
= ১২৪মিনিট (প্রায়)