IQ নিয়ে প্রশ্ন - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
185 বার প্রদর্শিত
"অন্যান্য ও বিভাগহীন" বিভাগে করেছেন (56 পয়েন্ট)
পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশের জনসাধারণের IQ ভারত কিংবা অন্যান্য দেশের চেয়ে কম। এরকম কেন?

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (2.2k পয়েন্ট)
সম্পাদিত করেছেন

কারণ বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে বেশি বোকা।

যেখানে বিশ্বে মানুষের গড় IQ প্রায় 100, সেখানে বাংলাদেশের মানুষের গড় IQ 74। চিন্তা করা যায় আমরা কত বোকা...?!!!

মজা করার জন্য দুঃখিত। তবে এটা আসলেই সত্যি যে বাংলাদেশের মানুষের গড় আইকিউ অনেক কম। এমনকি আমাদের প্রতিবেশি দেশ ভারতের গড় আইকিউও আমাদের দেশের চাইতে বেশি। কিন্তু এমনটা কেন?

যদি বিশ্বের সাথে তুলনা করে চিন্তা করি, তাহলে এর মূল কারণ হলো আমাদের শিক্ষাব্যবস্থা। প্রধান দুইটা কারণ এখানে বলি।

প্রথম কারণটা হলো আমাদের দেশে পাশ করার জন্য প্রয়োজনীয় নাম্বার অনেক কম। আর দ্বিতীয়টি হলো আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় অন্যান্য উন্নত দেশগুলোর মতো প্রবলেম সলভিং এ গুরুত্ব দেওয়া হয় না।

আমাদের দেশে মানুষ না বুঝে পড়েও বোর্ড পরীক্ষায় অনায়াসে পাশ করে ফেলতে পারে। আর আমাদের দেশে পাশ মার্কও উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। আমেরিকাতে পাশ করার জন্য যেখানে একটা স্টুডেন্টকে ৬০% নাম্বার পেতে হয়, এমনকি দক্ষিণ কোরিয়াতেও পাশ মার্ক ৭০%, অথচ আমাদের দেশে ৩৩% পেলেই হয়। তাই আমরা প্রতি বছর শিক্ষার হার বাড়ছে দেখলেও শিক্ষার মান নিয়ে অথবা পাশ করা মানুষদের সুবুদ্ধির উদয় নিয়ে যথেষ্ট শঙ্কা থেকেই যায়।

আবার, আমাদের পড়াশোনায় বোঝার দক্ষতার চাইতে মুখস্তের দক্ষতাটাই বেশি প্রয়োজন। কিন্তু আইকিউ টাইপ প্রশ্নে শুধুমাত্র মগজ ব্যবহার করা লাগে। আইকিউ মাপার একই প্রশ্নে একটা প্রাইমারির ছাত্র বা চাকরিজীবী মানুষ পরীক্ষা দিতে পারে। এই বিষয়টা থেকেই বোঝা যায় যে, আইকিউ এর সাথে জ্ঞানার্জনের খুব বেশি সম্পর্ক নেই। তবে পড়াশোনা করতে করতে আমাদের ব্রেইনের চিন্তাশক্তি বাড়ে, আর প্রবলেম সলভিং দক্ষতাও বাড়ে। তাই ভালো স্টুডেন্টদের আইকিউ সাধারণত বেশি হয়। তাও আমাদের শিক্ষাব্যবস্থার কারণে সেটা খুব বেশি বাড়ে নাহ। বাস্তব উদাহরণ দিয়ে বলি-
আমার কাজিন ইংল্যান্ডে থাকে। আমি দশম শ্রেণিতে পড়া অবস্থায় সে তার ৪র্থ শ্রেণির অঙ্কে আমাকে সাহায্য করতে বলেছিল। তো প্রশ্ন দেখে আমি প্রশ্নের আগা-মাথা প্রথমে কিছুই বুঝিনি। কারণ প্রশ্নে সব চিত্র-টিত্র দিয়ে ঘুরিয়ে প্যাঁচিয়ে অনেক কথাবার্তা বলা ছিল। অনেক্ষণ ধরে প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখলাম অংক খুবই সহজ। কিন্তু প্রশ্ন পড়ে কী জানতে চাওয়া হয়েছে সেটা বোঝাই মূল চ্যালেঞ্জ। পরবর্তীতে অনলাইনে আইকিউ টেস্ট দিতে গিয়ে আমি আবিষ্কার করেছিলাম যে সেখানেও ঐ ধরনের প্রশ্ন সব। তখন বুঝেছিলাম যে উন্নত দেশগুলোতে ছোটবেলা থেকেই ওদের আইকিউ বিল্ড-আপ করার মতো করেই সম্পূর্ণ শিক্ষাব্যবস্থা সাজানো হয়েছে। তাই ওদের আইকিউ বেশি হওয়াটাই স্বাভাবিক।

আর আমাদের প্রতিবেশি দেশের কথা যদি বলি। আমি আগেই বলেছি যে, শিক্ষার্জন অবশ্যই আইকিউ বাড়ায়। শিক্ষার মানের উপর নির্ভর করে যে আইকিউ কী হারে বাড়বে। তো ভারতে শিক্ষার হার অনেক বেশি। ওখানে পড়াশোনার মানও আমাদের দেশের তুলনায় ভালো। তাই অভারঅল ওদের গড় আইকিউ বেশি।


করেছেন (56 পয়েন্ট)
0 0
মজা না, সিরিয়াসলি বলছি। কিছু ভারতীয় এই বলে মজা করে যে আমাদের IQ তাদের চেয়ে কম।
করেছেন (2.2k পয়েন্ট)
0 0
বিস্তারিত উত্তরটি দিয়ে দিয়েছি। পড়ে নিয়েন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
0 টি উত্তর 231 বার প্রদর্শিত
3 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 552 বার প্রদর্শিত
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
2 টি উত্তর 1.8k বার প্রদর্শিত
21 জুন 2020 "আইকিউ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharmin Shanu (1.1k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 3.5k বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.8k টি উত্তর

1.4k টি মন্তব্য

7.2k জন সদস্য

...