প্রশ্নটিতে হয়তো বিভবশক্তির পরিবর্তন বা কৃতকাজ সম্পর্কে জানতে চেয়েছেন। এখানে ভারকেন্দ্রের সরণ বিবেচ্য।
যখন ভূমিতে ছিলো তখন স্কেলের ভারকেন্দ্র ছিলো (1÷2) = 0.5 cm উচ্চতায়। এবং যখন স্কেলটিকে খাড়া করা হবে তখন ভারকেন্দ্র হবে (100÷2) = 50 cm উচ্চতায়। খেয়াল রাখতে হবে যেহেতু এটি মিটার স্কেল তাই এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 cm। অতএব, ভারকেন্দ্রের সরণ ,h= (50-0.5) = 49.5 cm বা 0.495 m
তাই বিভব শক্তির পরিবর্তন বা কৃতকাজ হবে:
mgh = (.1×9.8× 0.495)= 0.4851 J
If you have any question further, feel free to comment.