প্রথমটির ব্যবহার
এই সূত্রটি আমরা যখন ব্যবহার করবো তখন আমাদের অবশ্যই m এর মান ধনাত্মক না ঋণাত্মক তা জানার প্রয়োজন হবে। তাই আমরা যদি মডুলাস ব্যবহার করি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে না কারণ সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ধনাত্মক মান পাবো। যেমন-
কোনো একটি দর্পণের ফোকাস দূরত্ব ২০সেমি এবং বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘের দুই-তৃতীয়াংশ। বিম্বটি অবাস্তব হলে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় কর।
এখানে যদি দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতাম, তাহলে v=(2u)/3 আসতো [ধনাত্মক মান পেতাম আর কি]। সেক্ষেত্রে আমরা সঠিক ফলাফল আনতে পারতাম নাহ।
দ্বিতীয়টির ব্যবহার
যখন আমরা শুধুমাত্র বিবর্ধনের মানটা বের করবো, তখন এটি ব্যবহার করতে হবে। যেমন-
কোনো একটি দর্পণের ১০সেমি সামনে লক্ষ্যবস্তু স্থাপন করা হলে বিম্বটি দর্পণের পিছনে ২০সেমি দূরে গঠিত হয়। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ৫সেমি বিম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।
এখানে প্রথমে |m|=|-v/u| সূত্রটি ব্যবহার করে m এর মান নির্ণয় করতে হবে যা অবশ্যই ধনাত্মক হবে। এরপর সেই মান m=l'/l সূত্রে বসিয়ে বিম্বের দৈর্ঘ্য বের করতে হবে।