ফেনলের OH মূলক যে C এর সাথে যুক্ত থাকে তা অসম্পৃক্ত বন্ধন বিশিষ্ট বেনজিন বলয়ের অন্য C এর সাথে যুক্ত থাকে। অপরদিকে অ্যালকোহলে OH মূলকটি সম্পৃক্ত C বন্ধন বিশিষ্ট অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে।তাই ফেনল কে পুরোপুরি অ্যালকোহল বলা যায় না।
এবার আসি কেনো একে এসিড বলা হয়।কারণ টা সিম্পল।তা হলো ফেনল এসিডীয় ধর্ম দেখায়।ফেনল এর OH মুলকের O পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন বেনজিন বলয়ের অনুরণনে অংশ নেয়।ফলে O-H বন্ধনে পোলারিটির সৃষ্টি হয় বন্ধনের ইলেকট্রন বলয়ের দিকে অগ্রসর হয় H পরমাণুটি সহজেই H+ আয়ন আকারে ছেড়ে দিতে পারে।এভাবে এসিডীয় ধর্ম দেখায়।
(অনুরণন হলো বেনজিন বলয়ের একটি বিশেষ বৈশিষ্ট। এতে বেনজিনের C=C বন্ধনের ইলেকট্রন গুলোর বিশেষ চাক্রিক পথে সঞ্চরণশীল থাকে)